কোম্পানীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ রবিন মিয়া।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হলেও আজকের আরেকটি প্রজ্ঞাপন করে রবিন মিয়াকে কোম্পানীগঞ্জের ইউএনও করা হয়েছে। এবং মোহাম্মদ শফিকুর রহমানকে চুনারুঘাটের দায়িত্ব দেওয়া হয়।








