ডাকসু ইস্যুতে ছাত্রদলের সংবাদ সম্মেলন, যা বললেন আবিদ (ভিডিও)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ এর সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে ও ভোট চলাকালে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকেও বিভ্রান্ত করা হয়েছে।’
সূত্র: আমাদেরসময়







