ভারতে করোনায় আরো ২ হাজার ৪২৭ জনের মৃত্যু


দৈনিকসিলেট ডেস্ক :: করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণ হারালেন ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনের।

এই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির করোনা পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।

গত কয়েকদিনে ভারতে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু অতটা কমেনি। যদিও ২৩ এপ্রিলের পর সোমবারের প্রথমবারের জন্য আড়াই হাজারের নীচে নেমেছে মৃতের সংখ্যা।

গত ৫ এপ্রিল দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লাখ পেরিয়েছিল। তার পর তা ৪ লাখে পৌঁছে। কমতে কমতে সোমবার ফের এক লক্ষের দোরগোড়ায় নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা।

If you are a term paper author, you need to be able create an organized outline. It should outline the most important components of the essay, including an introduction and the body section. The body of your term paper should consist of term papers for free the research, as well as the research and a literature review. Also, it should start with subject sentences, which will provide a concise introduction to the primary idea of the paper.

close