এনসিপি সমন্বয় কমিটির প্রধান সাজাউর, হারুনের ভিন্নমত
জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলায় প্রধান সমন্বয়কারী করা হয়েছে হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে। আর মো হারুনুর রশিদকে ১ম যুগ্ম সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়।
শনিবার রাতে কেন্দ্রীয় সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই কমিটি ঘোষণার পর পরেই নিজের নাম থাকা নিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডিতে তিনি লিখেছেন,এনসিপির সমন্বয়ক কমিটি প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যুগ্ম সমন্বয়ক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে যাহা শুনে হতবাক এবং বিস্মিত হয়েছি।
বর্তমান কমিটির ব্যাপারে আমি কোন ভাবেই অবগত নয়। আমাকে দলে আসার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আমি মতামত দেইনি।
ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল অদ্যবধি আমি বিএনপির সাথে যুক্ত এবং ভবিষ্যতে দল পরিবর্তন করার আমার কোন সম্ভাবনা নেই।
এ বিষয়ে সদ্য ঘোষিত এনসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন,কমিটি ঘোষণা করা হয়েছে রাতে আমি দেখেছি। আমি প্রধান সমন্বয় ও মো হারুনুর রশিদকে ১ম যুগ্ম সমন্বয়কারী করে ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। হারুনুর রশিদ নিজের অবস্থান নিয়ে ফেইসবুকে লিখেছেন তা দেখেছি। এই বিষয়ে এখন কোনো কথা হয়নি তবে কথা বলবো উনার সাথে।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম, সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক সিপন, মির্জা আব্দুল অদুদ, আলি হোসেন খান, মো. নুরুল ইসলাম, মো. আজাদনুর মিয়া, শ্যমল শান্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমদ, মো. আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমদ। কমিটিতে এছাড়াও উল্লেখ্য করা হয় আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি করা হয়।







