লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট
ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডের শিরোপা জয়
লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড। পূর্ব লন্ডনের স্টেপনি মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যানেল এস দলকে।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। ফাইনালে দুই দলের মধ্যে সমান তালে লড়াই হলেও নির্ধারিত সময় শেষে খেলা গোলশূন্য থাকে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
ব্যক্তিগত পুরস্কারের দিক থেকেও টুর্নামেন্ট ছিল সমৃদ্ধ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যৌথভাবে অর্জন করেন বাহার উদ্দিন ও শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষক নির্বাচিত হন জাকির হোসেন কয়েস, আর ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হন আব্দুস সোবহান।
খেলা শেষে লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রতি বছর যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে থাকে।
খেলাপ্রেমীদের মতে, এবারের আয়োজন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা।






