কঠিন ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে: আনিসুল হক
একটি মহল ষড়যন্ত্র, কূটচালের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের বছরপূর্তি হলেও বাংলাদেশ গণতন্ত্রের সোপানে উত্তোরণ করতে পারেনি।সে কারনে সকল স্তরের নেতাকর্মীদের কে কঠিন ঐক্য নিয়ে রাজপথে থাকতে আহবান জানান বিএনপির এই নেতা।
মঙ্গলবার(৫ আগষ্ট) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এক বিশাল বিজয় র্যালীর শেষে পথ সভায় কথা গুলো বলেন। এসময় শেখ হাসিনা কে খুনি আক্ষায়িত করে ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে সভার চারপাশের নেতাকর্মীরা।
সভা উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী এর সঞ্চালনায় আনিসুল হক বলেন, আজকের এই দিনে বাংলাদেশের ঘাড়ে চেপে বসা স্বৈরাচার হাসিনার শাসনের পতন হয়েছিল আজকের এই দিনে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব মুহুর্ত পর্যন্ত সকল স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থা থেকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।
এছাড়াও বিএনপির নেতাকর্মী বক্তব্য রাখেন। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।







