গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদে পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। একেই সাথে জেলার বিভিন্ন উপজেলার বিজয় মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, পৌর বিএনপির আহবায়ক সাইফুল হাসান জুনেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, জেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু প্রমূখ।







