চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
রবিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন শিক্ষার্থীরা। এর আগে, শিক্ষার্থীরা গোলচত্বর থেকে মশাল মিছিল শুরু করে প্রধান ফটকে এসে জমায়েত হয়।
সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, ‘গত জুলাইয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সৈনিকের ভূমিকা রেখেছে। অথচ এখন যখন সেই ভূমিকার উপর ভিত্তি করে ইন্টেরিম সরকার গঠিত হয়েছে, তারাই সেই চেতনা ধরে রাখতে ব্যর্থ। যদি ইন্টেরিম সরকার ব্যর্থ হয়, তাহলে ছাত্রদের নেতৃত্বে বিপ্লবী বা জাতীয় সরকার গঠনের ডাক দিতে হবে।’
দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘দেশ ও ক্যাম্পাস আজ নিরাপদ নয়। যাদের আত্মত্যাগে এই বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের আজ রক্তাক্ত করা হচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ। প্রশাসনকে এর জবাব দিতেই হবে। চবিতে কী ঘটেছে, তা দ্রুত তদন্ত করে বের করতে হবে প্রশাসনকে। কীভাবে সেই আগুন বাকৃবিতে পৌঁছাল, তার ব্যাখ্যা চাই। নুরুল হক নুরের ওপর হামলায় সেনাবাহিনী পাঠানো যায়, অথচ চবিতে কেন নয়?’







