জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর পূর্বে সকাল সাড়ে ৯টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের বাস্থবায়নে ওই মন্ত্রণালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি সম্প্রচারিত শপথ গ্রহণ জাতীয় অনুষ্ঠানে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী, কিশোর-কিশোরী ক্লবের জেন্ডার প্রমোটার, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
আলোচনা সভার আলোচ্য বিষয় ছিলা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা, সাম্যতার মানবিক দর্শন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল কবির এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বজলু মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ওসি এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ সহ ধর্মপাশা বালিকা উচ্ছ বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থী ও স্থানীয় স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন।
এর পর কিশোর-কিশোরী ক্লাব ধর্মপাশা সদরের শিক্ষক শিক্ষার্থীসহ ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ডাঃ রফিক চৌধুরী হাই স্কুল, ধর্মপাশা ১নং মাডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা দমকল বাহিনী থেকে লিয়াকত আলী ও পল্লী দারিদ্র কর্মকর্তা মতিউর রহমান গান, নৃত্য ও কবিতা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ধর্মপাশা সদর কিশোর-কিশোর ক্লাবের শিক্ষার্থী প্রমি রাণী সিংহা, রাব্বুল নূরী, ইচ্ছে সরকার, ঐতিহ্য মোহন দাস গান পরিবেশেন করেছে এবং ওই ক্লাবের সংগীত শিক্ষক ও সাংবাদিক ফারুক আহমেদ ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন, সেলবরষ কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সানন্দা রাণী সিংহা গান পরিবেশেন করেছেন।






