জুলাই শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র দৃষ্টান্ত স্থাপন করেছে: সুবিপ্রবি উপাচার্য
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায় এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পথে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, তাঁদের রক্তস্নাত পথ আমাদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী জুলাই শহীদ দের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যেন কোনো ভাবেই বৃথা না যায়,সেজন্য গণতন্ত্র, ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (১৬ জুলাই)দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় শহীদদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেনে ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মো রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা শেষে জুলাই শহীদ দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







