তাহিরপুরে ২৯ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহকারী পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, হিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
২০২২ ও ২০২৩ সালে উপজেলা প্রর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী কেটাগড়িতে তাহিরপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৯ শিক্ষার্থী সবোচ্ছ মার্ক ও গ্রেড পাওয়ায় ঐসব শিক্ষার্থীদের পুরুষ্কার ক্রেষ্ট, সার্টিফিকেট ও আর্থিক সহায়তা) প্রদান করা হয়। এর মধ্যে মেয়ে ১৪ জন এবং ছেলে ১৫ জন রয়েছে। এরমধ্যে বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ থেকে ৮ জন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ৪টি, জয়নাল আবেদিন ডিগ্রি কলেজ ২টি, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় ২টি, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৩টি, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় ১টি, বাদাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা ২টি, বালিজুরী এইচএ উলুম আলীম মাদ্রাসা ৩টি, তাহিরপুর হিফজুল আলীম মাদ্রাসা ৩টি ,হাজী মোহাম্মদ আবু জাহের উচ্চ বিদ্যায়ল ১টি।
সভায় বক্তারা আসুন সভায় মিলে চেষ্টা করি শিক্ষার্থীদের ভাল ফলাফল ও পাঠ্যদানে। তাহলে আমাদের সন্তানরা আরও ভাল ফলাফল করতে পারবে। এছাড়াও শিক্ষক সংকট দূরকরনে জন্য দায়িত্বশীল কতৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানান।







