ত্যাগীদের দলে মূল্যায়ন করা হবে: কামরুজ্জামান কামরুল
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৯জুলাই) বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল রাজনৈতিক বৃহৎ সংগঠন। যদি দলীয় পদ পদবী ব্যবহার করে কেউ জলমহাল দখল, ভূমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত হন তাহলে বিএনপি ও সহযোগী সংগঠনে তাদের ঠাই হবে না। সন্ত্রাস, দুর্নীতি, মাদকসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে আমি অতীতেও সোচ্ছার ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনামলে যে সকল ত্যাগী নেতাকর্মীরা জেল, জুলুম নির্যাতন ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তাঁদেরকে সংগঠনে অবশ্যই মূল্যায়ন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। তাই জনগণের সুখ দুখে সব সময় পাশে আছি। আমি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন না পেলে যিনিই দলীয়ভাবে মনোনয়ন পাবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি তাঁর পক্ষেই নির্বাচনে কাজ করব।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৯জুলাই) বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল এসব কথাগুলো বলেন।
ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক এই জনসভায় সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভূট্রো, সদস্য মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু, নেহাল উদ্দিন, তাহেরপুর উপজেলার বিএনপির যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর কবীর তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, তাহেরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, জামালগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার চৌধুরী রানা প্রমুখ।







