দোয়ারাবাজারে গ্রাম আদালতের কুইজ প্রতিযোগিতা,
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়াবাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালত বিষয়ক, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম, ইউপি সদস্য ছবদিল আলম, শফিকুর রহমান, রংফুল বেগম, মোহনমালা, বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, আব্দুল গফুর, রিপন দাস, ফরিদ আলী, বাবুল মিয়া, সাইফুল মিয়া প্রমুখ।
স্থানীয় জনগণ মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগণ গ্রাম আদালত সম্পর্কে সচেতন হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রকল্পের গুরুত্বপূর্ণ অবদান রাখবে।







