সভাপতি তহুর, সেক্রেটারি লিজাদ
ফ্রান্সে বিশ্বনাথ নাগরিক ফোরামের আত্মপ্রকাশ:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আব্দুত তহুরকে সভাপতি ও লুৎফুর রহমান লিজাদকে সেক্রেটারী করে ১৬ সদস্য বিশিষ্ট ক্যাতসিমার এলাকায় বিশ্বনাথ “উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্স” নামে এক নতুন সমাজ সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সেখানকার এলাকায় অবস্থিত প্রবাসী বিশ্বনাথীদের নিয়ে ইস্টিকুটুম রেস্টুরেন্ট এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠক জহির উদ্দিন ইমনের সঞ্চালনায় ও আলিম উদ্দিনের তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ সভাপতি আলী আকবর, সহ সেক্রেটারি মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন ইমন, প্রচার সম্পাদক আলীম উদ্দীন, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, অফিস সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক সাহেদ আলী, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাকিল হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক সোজেল আহমদ, কার্যকরি সদস্য সামছুল ইসলাম, আব্দুল হক, সোহেল আহমদ।
সভায় সকলের ঐক্যমতের সিদ্ধান্তে প্রথম প্রজেক্ট হিসাবে বিশ্বনাথ উপজেলার ৮ টি ইউনিয়নের ও একটি পৌরসভায় অসহায় পরিবারকে সাবলম্বী করার প্রচেষ্টায় ২ লক্ষ টাকায় ১৮টি ছাগল প্রদান করে মানবতার পাশে থাকার পরিকল্পনা গ্রহন করা হয়।
যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুসারে প্রিয় সংগঠনের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পাশে থাকার জন্য সবাইকে সহযোগিতা করার আহবান জানান নবগঠিত কমিটির দায়িত্বশীলবৃন্দ।






