মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনে ৮ জন আটক
সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে গোবরিয়া খাল থেকে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. ইউছুব আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত নৌকা ও বালুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো-মো. তফছির হোসেন (২৬), মো. নেকবর আলী (২০), মো. সম্রাট হোসেন (২১), মো. মফিজ আলী (২৫), মো. মুক্তার আলী (১৯), মো. কাউছার আলী (২৩), মো. শহর আলী (২০) ও মো. শাহানুর (২০)।
এ ঘটনায় এসআই ইউছুব আলী বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, মামলা রুজু শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







