যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত
সুনামগঞ্জের শাল্লার ডুমরা আখরা কমিটির উদ্যোগে ডুমরা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই আখরায় মানবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ৩০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ডুমরা আখরায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়। সকাল ১০টায় ডুমরা আখরা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাল্লা সদর কালীবাড়ি মন্দির হয়ে বাজারের বিভিন্ন সড়ক পরিদর্শন করে ডুমরা আখরায় গিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। দুপুর ১২টায় শ্রী ভগবত গীতা পাট হয়, দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডুমরা আখরার মন্ত গুরু চরণ দাস, বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট তাহির রায়হান পাভেল। এসময় উপস্থিত ছিলেন, শালা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, ব্রজেশ চৌধুরী, অধ্যাপক তরুণ কান্তি দাস, বাবুল দাস, সুধাংশু দাশ,নিকুঞ্জ বিহারী সরকার, রবীন্দ্র দাস, রানু দাস, লিটন দাস, সন্ধ্যা ৭ ঘটিকায় ভক্তিমূলক সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সর্বতরের ভক্তবৃন্দ ডুমরা আখরায় উপস্থিত ছিলেন। পূজা রাএি ১১/১৮/১৭ সে:এর মধ্যে।







