শাবিপ্রবি বাইনারির নেতৃত্বে যারা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগঠন বাইনারি সাস্টের নবম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মিনহাজুল খান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আলভি মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এ কমিটিতে সহ সভাপতি এমরান হোসাইন, প্রশিক্ষণ পরিচালক তন্ময় হাসান শপথ, সহকারী সাধারণ সম্পাদক সামিহা আক্তার ও সিনথিয়া রহমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাংগঠনিক সম্পাদক হাফিজুন নেসা লামি, সহকারী সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক এস. এম. আশিকুর রহমান, অর্থ সম্পাদক তামিম হোসাইন, প্রকাশনা সম্পাদক মো. মারুফ হোসাইন, সহকারী প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শায়াদ খান ও সাজেদুল ইসলাম সাজল।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের প্রোগ্রামিং, ওয়েব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।







