শাবিপ্রবি মানিকগঞ্জ সম্প্রীতির নেতৃত্বে যারা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন মানিকগঞ্জ সম্প্রীতির ১৩তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী অমিত সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত মিম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা ভবন সি ‘তে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোঈন , সামিউল ইসলাম,লাবণ্য,আনিকা ইসরাত, মো. রাসেল, সাজ্জাদ হোসাইন,নুসরাত উর্মি,মাইশা, সহ-সাধারণ সম্পাদক অনন্ত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবানা ইসলাম নিশা, কোষাধ্যক্ষ কপাতি বসাক, দপ্তর সম্পাদক তানজিলা মেহজাবিন, সহকারী দপ্তর সম্পাদক উমা সরকার, প্রচার সম্পাদক ফারজানা আক্তার ফুজি,সহ-প্রচার সম্পাদক ফয়সাল ইসলাম বাধন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিরাজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মুক্তাদির আল- মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. রাজু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সাবরিনা ফেরদৌস উপমা ও নারী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রিচি।
এছাড়া কার্যকরী সদস্য পদে আসিফ মিয়া, জহিরুল ইসলাম জীম, যুবায়ের মাহমুদ, রাশেদুল ইসলাম রাতুল, অরিন আহমেদ রিফাত, সোয়াইব ইসলাম সিহাব, লাজিম ইমতিয়াজ খান মনোনীত হয়েছেন।







