শাল্লায় জুলাই পূর্ণ জাগরণের ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ গ্রহণ অনুষ্ঠিত
সুনামগঞ্জের শাল্লায়, সারা দেশের ন্যায় জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান সেবা মেলা ও লাখো কণ্ঠের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। (২৬ জুলাই) শনিবার শাল্লা উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা গনমিলনায়তন হলরুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে, জুলাই পুনজাগরন অনুষ্ঠান উপলক্ষে শপথ পাঠ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে সারাদেশর ন্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জনাব, শারমিন এস মুরশিদ, উপদেষ্টা, সমাজকল্যান মন্রনালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্রনালয়।
এসময় শাল্লা উপজেলা গণমিলনায়তনে আরো উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়,শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল ঘুষ,গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস (মিল্টন) সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ,শাল্লা থানার এ এসআই ফুলন চন্দ্র দেব, সহ-উপ পুলিশ পরিদর্শক ( এসআই) ফুলন চন্দ্র দেব, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকাশ কর্মকর্তা ( বিআরডি) মোঃ কামরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও শাল্লা উপজেলা প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থার সভাপতি চিন্ময় দাশ ও সহ সভাপতি হারুন রশীদ ও প্রিন্ট ইলেকট্রনিক সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উক্ত উপস্থিত ছিলেন।






