সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাশ আর নেই
সুনামগঞ্জের শাল্লার সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান এড.অবনী মোহন দাশ মারা গেছেন। আজ দুপুর ৩ ঘটিকায় আমাদের সকলের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী দাস সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।
আগামীকাল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ৩ আগষ্ট রোজ রবিবার সকালে ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য্যালয় প্রাঙ্গনে নেওয়া হবে।
পরবর্তীতে দিরাই মিলন বাজার হয়ে শাল্লা উপজেলা সদরস্থ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে দুপুরে ১২.৩০ ঘটিকায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং উনার নিজ বাড়ীতে মামুদনগর গ্রামের মহাশস্মানে শেষ কৃত্য সম্পন্ন করা হবে।মৃত্যু কালে উনার স্ত্রী দুই ছেলে, এক ছেলের বউ, এক নাতি রেখে যান। এডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে সর্বসাধারণ জনগণের মাঝে সুখের ছায়া নেমে এসেছে।







