সাস্ট রিসার্চ সোসাইটির পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাস্ট রিসার্চ সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGS)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৪টি দল এতে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারোয়ার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রাকিব ও ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জাসির আহমেদ।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। তিনি “Research & Publication Ethics” শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও গবেষকদের জন্য ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।
প্রতিযোগিতা শেষে বাছাইকৃত সেরা দশটি পোস্টার দলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষাংশে সাস্ট রিসার্চ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সামুন জিয়া হৃদয় এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা সংগঠনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শান্ত বাবু দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম ও খনিকৌশল বিভাগের সৈয়দ আলী মর্তুজা নাঈম। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন কাজী মাহমুদুর রহমান, এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়েম সাদিক ও সুমাইয়া ইসলাম চৌধুরী।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাদিকুর রহমান সৌরভ, ঋদিতা দাস ও পদ্মা তালুকদার বর্ষা। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান সৌরভ, আব্দুল্লাহ আল নোমান ও ফারজানা আক্তার।
ডিরেক্টর অব ট্রেইনিং পদে দায়িত্ব পালন করবেন জান্নাতুল নাইম মিতুল, সাইফুল ইসলাম শোভন এবং সামাউন কবির। গবেষণা ও কর্মশালা বিষয়ক পরিচালক হয়েছেন ফারাহ দিবা বুশরা, হিরা আক্তার ও মাহিদুল আরফিন রিফাত। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোজাক্কির হোসেন আখঞ্জী, শহিদুল আলম তামিম, তারেকুল আলম, তাজনুর আক্তার, শ্রাবণী ভৌমিক ও আহসানুল হক নিয়াজ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আব্দুল্লাহ সাজিদ, মো. গোলাম সারোয়ার ও জাবের হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা সুলতানা সিনজা ও প্রিতম নন্দি। আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন মো. তৌফিক ওমর ও তাবাসসুম ইকবাল চৌধুরী। সহ-আয়োজন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন উম্মে সাদিয়া তাবাসসুম, মাহবুবুল ইসলাম ও নেহা সরকার। প্রচার সম্পাদক হয়েছেন সুইটি আক্তার, জারিন ফেরদৌস ও মো. মোজাহেদুল ইসলাম ইমন। তাদের সহযোগী হিসেবে সহ-প্রচার সম্পাদক হয়েছেন আল-মোরশেদ চৌধুরী ও নাবিলা তাসনিম। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভব রঞ্জন ভট্টাচার্য্য ও ইনতিসার আহমেদ চৌধুরী। সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মো. সপন মিয়া। মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমলতা রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন সানজিদা আহমেদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. রাহাদ আলী এবং সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিসা তাবাসসুম। করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নাহিদুল ইসলাম ও সৈয়দ মোহিনুর রহমান। সহকারী করপোরেট ও পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুল বাসার রেজা ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাকবিন আক্তার তিন্নি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ইসলাম রাসেল, মাইশা মারজান শেফা, শাহিনুর আক্তার মিতু, মাহফুজা জাহান উর্মিলা, উর্মিলা সিনহা, ফারহানা অনন্য এবং আবিদা খান মৌ।







