তুষারপাতের মাঝেই লেহেঙ্গা-শেরওয়ানি পরে বিয়ে, ভিডিও ভাইরাল
ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল তুষারপাতের মধ্যেই বিয়ে করে ভাইরাল হয়েছেন মিরাঠের এক দম্পতি। তাদের বিয়ের দিনটি ছিল বসন্ত পঞ্চমী, আর সেদিনই এই মৌসুমের প্রথম ভারী তুষারপাত হয় ওই অঞ্চলে। বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ত্রিযুগীনারায়ণ মন্দিরে। ঐতিহ্যগতভাবে এটি ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ের স্থান হিসেবে বিশ্বাস করা হয়।
বিয়ের ভিডিওটি মহেন্দ্র সেমওয়াল নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে প্রথম শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল লাল লেহেঙ্গা পরা হাস্যোজ্জ্বল কনে এবং শেরওয়ানি পরা বর বিয়ের পর ঘন তুষারের মধ্যে দিয়ে হাঁটছেন। কনের লেহেঙ্গা পেছন থেকে এক নারী সাবধানে তুলে ধরেছেন। আর বর একাধিক জ্যাকেট পরে কনের পাশে হাঁটছেন। চরম আবহাওয়ার মধ্যেও দম্পতি আনন্দ প্রকাশ করে বলেন, ‘প্রভুর আশীর্বাদ মিলে গেছে।’
তুষারে ঢাকা প্রাকৃতিক পটভূমি এবং দম্পতির হাসিমুখ নেটিজেনদের মন কেড়েছে। অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই বিয়েকে ‘ভোলার নয়’ বলে মন্তব্য করেছেন। মন্দির থেকে যখন ফিরছিলেন নবদম্পতি, তখনই এক পথচারীর সঙ্গে দেখা হয় তাদের। তিনি আশীর্বাদ করেন তরুণ-তরুণীকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রবল তুষারপাতের মধ্যে তথাকথিত ঝাঁক-জমকহীন এই বিয়ে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। ইতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্টবক্স।
শুক্রবার উত্তরাখণ্ডে এ বছরের প্রথম তুষারপাত হয়।
গাড়ওয়াল ও কুমায়ুন বিভাগের বিভিন্ন জায়গায় ভারী তুষারপাত হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, আউলি, মুসৌরি, চাকরাতা, ধানৌলটি ও মুনসিয়ারি। এ ছাড়া নৈনিতালের চায়না পিক ও কিলবুরি, আলমোরার দুনাগিরি এবং পৌরির তারকেশ্বরের মতো উঁচু এলাকাগুলোও তুষারের চাদরে ঢেকে যায়।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এই মনোরম তুষারময় দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন। তুষারপাত রাজ্যটিকে এক ছবির মতো সুন্দর রূপ দিয়েছে। রাস্তা, গাছপালা ও বাড়িঘর সবই ঢেকে গেছে সাদা তুষারে।
তবে এই তুষারপাত যেমন রূপকথার মতো পরিবেশ তৈরি করেছে, তেমনই তৈরি করেছে যাতায়াতে সমস্যা। চামোলির মতো কিছু এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি বিয়ের বরযাত্রী দলকে ২১ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। সূত্র : এনডিটিভি






