জৈন্তাপুর সিমান্তে আটক- ২৩টি ও ৪ টি মহিষ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের এক অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ২৩টি গরু ও ৪ টি মহিষ আটক করে মডেল থানা পুলিশ। এসময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে, ৩১ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ পৃথক ভাবে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মহিষের চালান উদ্ধার করেন।
উল্ল্যেখ যে সমাজিক যোগাযোগ মাধ্যমে দেখা,যায় সিমান্তের শ্রীপুর,আসাম পাড়া,আলু বাগান হয়ে প্রতিদিন হাজার হাজার গরু, মহিষ শেওলারটুক, আনন্দ বাজার হয়ে দরবস্ত, হরিপুর বাজারে ডুকে এসব গরু মহিষের বহর।রাস্তাঘাটে চলাচলরত পথচারী ও মক্তবের পড়োয়া ছাএদের পথ চলতে বিগ্ন হয় বলে জানায় সচেতন মহল।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মহিষ ও গরু আটকের তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চোরাচালান বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে পুলিশ তৎপর রয়েছে। ভারতীয় মহিষ-গরু আটকের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।