তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদরের বাজারে পণ্যের তালিকা না থাকায় এক দোকানকে ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
রবিবার বিকেলে বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাজারে মনিটরিং তদারকি করেন। এসময় পুলিশ ও বাজার কমিটি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানিয়েছেন, এসময় পণ্যের মূল্য তালিকা না থাকায় ১ জনকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আলু ৫৫-৬০, পিয়াজ ১০০-১০৫, কাচা মরিচ ৩৫০-৪০০, ডিম ৪৮ টাকা হালি, বয়লার মুরগী কেজি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।