জামালগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ দলিল লেখক সমিতির সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা শাখা সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আলমগীর ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ মিয়া পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল গণি তালুকদার পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ পেয়েছেন ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইয়াছিন মিয়া পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্টার মো. সাইফুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারী পীযুষ কুমার রায়, মোহরার ফরিদা খাতুন, আশরাফুল আক্তার, টিসি মোহরার শম্পা রাণী চৌধুরী।