জামালগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
সুনামগঞ্জের জামালগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সবাই সভাপতিত্ব করেন জামাল বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মাওলানা তোফাজ্জল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক হোসনে আরা বেগম, সহকারী শিক্ষক রাকিব আহমেদ এবং শহীদ সোহাগের পিতা আবুল কালাম ও মাতা রোকেয়া বেগমসহ জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী পুষ্পিতা তালুকদার।
শহীদ সোহাগ ও আহত শুভ মিয়ার পিতা বলেন, আমার বড় ছেলে সহ তিনজন পরিবারের ভরণপোষণের জন্য ঢাকায় গিয়েছিল। একজন গার্মেন্টসে চাকরি করতো অন্য দুইজন রাজমিস্ত্রির কাজ করতো। বড় ছেলে মারা যাওয়ায় এবং ছোট ছেলে আহত হওয়ায় পরিবার নিয়ে চলতে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে। কোন রকমে ধারদেনা করে বর্তমানে সংসার চালাচ্ছি। আল্লাহ যেন আমার মত আর কোন পরিবারকে আমার অবস্থায় না ফেলে। গুলিবিদ্ধ ছেলেটা রাতে হঠাৎ পায়ের ব্যথায় ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে। আমার শহীদ ও আহত ছেলের স্মরণে স্মরণ সভা করায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।