’আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই, একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে’
আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই, একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালানোর প্রতিবাদে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে করে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি দলের স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি, উপজেলার প্রতিটি ঘরেও যাচ্ছি। আমার এলাকার দূর্গাপুর গন্ডামারা এলাকায় পূর্বে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া ও দলের শৃঙ্খলা ভঙ্গের কারনে বহিষ্কৃত বিএনপি কয়েকজন নেতা, তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে নৌ শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সিরাজ খন্দকার আমার বিরুদ্ধে আক্রমণান্তক হয়ে বাধা দেয়া সহ আমার বিরুদ্ধে গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে তা ভিত্তিহীন।জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি দুচক্রম মহল মিলে এই কজটি করছে যার জনপ্রিয়তা বেশি তার পিছনে শত্রুও বেশি। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।