ধর্মপাশায় জুলাই-আগস্টের গণঅভ্যত্থানে সকল শজীদদের স্মরণে স্মরণ সভা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি এই স্মরণ সভার আয়োজন করে। সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তুষার খন্দকারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদস্য সচিব কাঞ্চন আহম্মেদ, কলেজ শাথা ছাত্রদল নেতা হীরা মিয়া, ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন, অনিক মজুমদার প্রমুখ।







