গিলের পাশে অন্য তরুণী, চেয়ে আছেন সারা! ভিডিও ভাইরাল
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল এবং কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে নিয়ে প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই ঘুরছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি সেই জল্পনা যেন আরো জোরালো হয়ে উঠল লন্ডনে যুবরাজ সিংয়ের ‘YouWeCan’ ফাউন্ডেশনের নৈশভোজ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন গিল ও সারা। একটি ভিডিওতে দেখা যায়, গিল এক তরুণীর সঙ্গে কথা বলার সময় সারার চোখ স্থির হয়ে আছে গিলের দিকেই। এই মুহূর্তেই শুরু হয় জল্পনার নতুন অধ্যায়।
আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গিলের সতীর্থ রবীদ্র জাদেজা তাকে মজার ছলে টোকা মারছেন। গিল খানিকটা লজ্জিত প্রতিক্রিয়া দেন, যা অনেকেই সারাকে উদ্দেশ্য করে জাদেজার কোনো মন্তব্য বলেই ধরে নিচ্ছেন।
সারা ও গিলের সম্পর্ক নিয়ে আগে থেকেই বিভিন্ন ধরনের আলোচনা চলছিল, তবে কেউই কখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে এই ঘটনার পর নেটিজেনদের জল্পনা যেন আরো উসকে উঠেছে। অনেকে বলছেন, ‘বন্ধুত্বের গণ্ডি কি পেরিয়ে গেলেন তারা?