লিজেন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হলেন জিয়াউর রহমান জিয়া
ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী ক্লাব লিজেন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হলেন জিয়াউর রহমান জিয়া। গত ১০ জুলাই সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সহ-সভাপতি মনোনীত করা হয়।
লিজেন্ড ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি মনোনীত হওয়ায় তিনি বলেন, আমি ক্লাবকে একটি আদর্শ ক্লাবে পরিনত করতে যা যা করার দরকার আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। তিনি এই ক্লাবে নানান স্তরে সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। সুশৃঙ্খল মিছিল-মিটিং, আলোচনা সভা, ও ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা ফুটে উঠবে। তাঁর মেধা, শ্রম, দক্ষতা দিয়ে এখন থেকে ক্লাবকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে বলিষ্ট ভূমিকা রাখবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।