শাল্লায় গাঁজাসহ আটক ৩
সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে ৪৬ কেজি গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শরিফুল ইসলাম এর নির্দেশনায় ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান এই অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬), ১ কেজি গাঁজাসহ দৌলতপুর গ্রামের মাদক ব্যবসায়ী উজ্জলা বেগম (৩৭) ও রূপ মিয়া (৫৫)। এই গাঁজার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গাঁজার একটি বড় চালান শাল্লা আসার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।







