মোহনগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নেত্রকোণ জেলার মোহনগঞ্জ পৌর ও মোহনগঞ্জ উপজেলার শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সারাদিন মোহনগঞ্জ অডিটরিয়াম হলে রুমে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্নায়েন ছাতা প্রতিকে পেয়েছেন ২৬৫ ভোট তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী আ খ ম শফিকুল হক মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২২৬ ভোট। এতে ৩৯ ভোট বেশি পেয়ে সেলিম কার্ণায়েন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৭৫ ভোট তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী টিপু সুলতান মাছ প্রতিকে পেয়েছেন ২১৬ ভোট। এতে ৫৯ ভোট বেশি পেয়ে গোলাম এরশাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সভাপতি পদে ভিপি জাহাঙ্গীর আলম চেয়ার প্রতিকে পেয়েছেন ৩২২ ভোট তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী ফজলুল হক মাসুম ছাতা প্রতিকে পেয়েছেন ২৭৩ ভোট। এতে ৪৯ ভোট বেশি ভিপি জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পুতুল ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৬৮ ভোট তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী হাবিবুর রহমান দোহা ঘোড়া প্রতিকে পেয়েছেন ২২৩ ভোট। এতে ১৪৫ ভোট বেশি পেয়ে গোলাম রব্বানী পুতুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪জুলাই) রাত ৮টার দিকে সম্মেলন কমিটির পক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
এই উপলক্ষে আলোচনা সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন এর সভাপতিত্বে ও মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম এর সঞ্চালনায়, উদ্বোধনী বক্তব্য দেন, নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথিরর বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আসরাফ উদ্দিন খান, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা কমিটির যুগ্ন আহবায়ক এড. মো: মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারুক সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, মজিবুর রহমান খান, বজলুর রহমান পাঠান প্রমুখ।
প্রধান অতিথি শরীফুল আলম বলেন, খালেদা জিয়া বিনা চিকিৎসায় অসুস্থ্য হয়ে পড়ে ছিলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, কারাবন্দী হয়েছে, অনেকেই হত্যার স্বীকার হয়েছেন বিভিন্ন আন্দোলনে। মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে।