দরবস্ত ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় দরবস্ত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে অংশগ্রহণকারী জনতার মিছিল তামাবিল মহাসড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট রাস্তার মোড়ে পিউরিয়া পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।
দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন,উ পজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রব দুলাল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মতিন, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।