তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসার সভাপতি ফজলুল করিম
সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি দুই বছরের জন্য আসম ফজলুল করিম সভাপতি হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। সচিব হিসেবে থাকবেন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকা কর্তৃক বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটি অনুমোদন পায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মোঃ ইকবাল হোসেন (সাধারণ শিক্ষক সদস্য),পপি ভৌমিক (সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য), মোহাম্মদ এমদাদুল হক (সাধারণ শিক্ষক সদস্য), মো. কবির হোসাইন (সাধারণ শিক্ষক সদস্য), বদরুল (অভিভাবক সদস্য), মাহমুদ আলী শফী উদ্দিন (অভিভাবক সদস্য), মোঃ মোখলেছ মিয়া (অভিভাবক সদস্য) ও হুমায়ূন কবির (অভিভাবক সদস্য)।
প্রজ্ঞাপনে বলা হয়,‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯’-এর সংশ্লিষ্ট বিধি অনুসারে গঠিত এ কমিটি মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে যুক্ত হলে তা যেকোনো সময় বাতিল করা যেতে পারে। এছাড়াও, প্রজ্ঞাপনে কমিটির কার্যকালীন সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী পরবর্তী নিয়মিত গভার্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন করতে বলা হয়। কমিটি অনুমোদনের পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি সভা অনুষ্ঠিত করে একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে ‘বিদ্যোৎসাহী সদস্য’ হিসেবে মনোনয়ন দিয়ে বোর্ডকে অবহিত করতে হবে।
অবশেষে বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত কমিটিকে বোর্ড ও সরকারের জারিকৃত সকল বিধি-বিধান অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
এ সত্যতা নিশ্চিত করেছেন আসম ফজলুল করিম। তিনি জানান, আমি আমার সবোচ্ছ মেধা চেষ্টা দিয়ে মাদ্রাসার শিক্ষাসহ সকল উন্নয়নের স্বার্থে কাজ করবো। কোনো কাউকে করতে দেবো না আর পূর্বের সকল অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।







