সিংগেরকাছে আল্লামা সাঈদী (রহ:) স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সিলেটের বিশ্বনাথে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ মুরব্বী ছেরাগ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ ধারাভাষ্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা আব্দুল হাই জিহাদী। সিংগেরকাছ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ আতাউর রহমান ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি পর্তুগাল প্রবাসী ইসমাঈল আলীর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক স্কলারস হযরত মাওলানা জিয়াউল হক আনছারী, ইনকিলাব সংসদের প্রচার সম্পাদক জিল্লুর রহমান, বিশ্বনাথ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মোচন আলী, আজকের বিশ্বনাথ সম্পাদক ও প্রকাশক মুস্তাক আহমদ মুস্তফা। আরো বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন হাফিজ মুহাম্মদ আতাউর রহমান, আব্দুল গণি,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ উপজেলা পশ্চিম শাখার সভাপতি হোসেইন শাহ।
উপস্থিত ছিলেন, সৈয়দুল ইসলাম, লিয়াকত আলী, বকুল মিয়া, শাহিন আহমদ, নাইম আহমদ, খালেদ আহমদ, শরীফ আহমদ, রায়হান আহমেদ, কামরুল ইসলাম, ইউসুফ আলী, ফুয়াদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে এলাকার বিপুলসংখ্যক গরীব ও অসহায় মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ করেন আগত অতিথিগন।








