জান ও মাল দিয়ে সবাইকে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়তে হবে: ইয়ামির আলী
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় হাইস্কুল মিলনায়তনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি জননেতা জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি জননেতা অধ্যক্ষ মু ইয়ামির আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের উদ্দেশে বলেন, “জান ও মাল দিয়ে সবাইকে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।তিনি আরও বলেন, মৌলভীবাজার-৩ আসনে জননেতা জনাব আব্দুল মান্নানকে বিজয়ী করতে তার সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এম এ শহিদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আইয়ুব আলী, ইউনিয়ন সহ-সভাপতি হাফিজ আবুল কালাম, সহ-সেক্রেটারি মু আব্দুর রহমান, শ্রমিক নেতা আক্কাস আলী প্রমুখ।