মামলা ও সংবাদ উদ্দেশ্যপ্রনোদিত দাবি করে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রাজনৈতিক বিরোধ ও পূর্ব শুত্রুতার জেরে সুনামগঞ্জের তাহিরপুরের ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে মামলা দায়ের ও সংবাদ প্রকাশিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলা সদরের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই দাবী করেন এই দুই ব্যবসায়ী।
এসময় ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা,সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছি। সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। এর জের ধরে ও গত (২৭আগস্ট)পূর্ব শুত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমাদেরকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করার পাশা পাশি আমাদের পরিবারের সম্মান বিনষ্ট করতে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
আলী আহমদ ও মিলন মিয়া দাবী করেন,তানিম আহমদ লিংকন চিহ্নিত মাদক ব্যবসায়ী, এছাড়াও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। যা সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবগত আছেন। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়। আমরা দাবী করছি,মিথ্যা মামলা ও অভিযোগ গুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করার দাবি জানাই। আর প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এসময় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।







