বালিজুড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত ও সম্পাদক আমিরুল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটির সভাপতি সাখাওত হোসেন ও আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে বালিজুড়ী ইউনিয়ন মাদ্রাসা মাঠে ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।
এসময় এই কমিটির সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মানির হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন এর নাম ঘোষণা করা হয়।
পরিবর্তিতে কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও জেলা বিএনপির এবং ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।

 
 






