৯টি ওয়ার্ড কমিটি ঘোষণার পরেই প্রত্যাখান, বিক্ষোভ মিছিল
আগামী ৬ সেপ্টেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে এই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হবে। এর পূর্ব ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয় সোমবার (০১ সেপ্টেম্বর)বিকেলে। এর পরেই সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বাদাঘাট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, সাবেক সহ—সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিউদ্দিন, বিএনপি নেতা মো. মালু মিয়া, ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিয়মনীতি অনুসরণ না করে রাতারাতি আওয়ামী সুবিধাভোগী ও মামলার আসামিসহ ১৪ জনকে আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব নজরুল ইসলাম শাহ ৯টি ওয়ার্ডের অধিকাংশে টাকার বিনিময়ে সভাপতি ও সদস্য সচিবের পদ বণ্টন করা হয়েছে। একই পরিবারের ১৪-১৫ জনকে অন্তর্ভুক্ত করে আওয়ামী মার্কা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিল সম্পন্ন করে কমিটি গঠনের কথা থাকলেও কোনো ওয়ার্ডেই আহ্বায়ক রফিকুল ও সদস্য সচিব নজরুল ইসলাম শাহ কাউন্সিল করে নি বরং মোটা অংকের টাকার বিনিময়ে বেশির ভাগ ওয়ার্ড কমিটি গঠন করেছে। এসব কমিটিতে ত্যাগীদের রাখা হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কিছুই হয়নি।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, আওয়ামীলীগ,জামায়াতের লোকদের দিয়ে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। বিতর্কিত ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এই কমিটি যাওয়া সম্ভব নয়।
এই বিষয় আহ্বায়ক রফিকুল ও সদস্য সচিব নজরুল ইসলাম শাহের বক্তব্য পাওয়া যায়নি তবে তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী জানিয়েছেন, উত্তর বড়দল ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে শুনেছি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেন নি। আর কমিটিতে মামলার আসামি ও আওয়ামীলীগের সুবিধাভোগী লোক থাকলে অবশ্যই কমিটি থেকে বাতিল করা হবে।