সভাপতি বাচ্চু, সম্পাদক সজল
কুলাউড়া বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্মেলন সম্পন্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল -২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এস.এম প্লাজা চৌমুহনীতে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার।
ফলাফলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: জয়নাল আবেদীন বাচ্চু, মো: শওকতুল ইসলাম শকু এবং মো: আজিজুর রহমান মনির। ৯৩৫ ভোটারের মধ্যে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন বাচ্চু। শওকতুল ইসলাম শকু পান ৪২৫ ভোট এবং আজিজুর রহমান মনির পান ৩৪৮ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল জামাল (৭৬০ ভোট) এবং মো: জয়নুল ইসলাম জুনেদ (৯৩৫ ভোট)। অপর প্রার্থী মো: বদরুল হোসেন খান পান ২৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান সজল, যিনি ৩৯২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পান ৩২৯ ভোট এবং সুফিয়ান আহমদ পান ১৯৯ ভোট। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কমর উদ্দিন আহমদ কমরু, মইনুল হক বকুল, মো: সরওয়ার আলম বেলাল ও দেলোয়ার হোসেন। মোট ৯৩৫ ভোটের মধ্যে মইনুল হক বকুল সর্বাধিক ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: মঈন উদ্দিন স্বপন, যিনি ৩২৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পান ২৫৩ ভোট এবং মো: রেদওয়ান খাঁন পান ২৬ ভোট। অপর প্রার্থী মো: নুরুল ইসলাম ইমন পান ৯৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা দলকে সংগঠিত ও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনে অংশ নিয়ে দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ বলেছেন, বিএনপি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নেতৃত্ব সৃষ্টি করছে। এটার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা শুরু হয়েছে। কাউন্সিলে নেতা নির্বাচন করবেন এই নেতৃত্বের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি সমস্ত চক্রান্তকে প্রতিহত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।