তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
সুনামগঞ্জের তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন, কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামী আমীর রুকন উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভাশ পুরকায়স্থ, সম্পাদক গনেশ তালুকদার, পূজা উদযাপন ফন্ড এর সভাপ্রতি দেবেশ তালুকদার, সম্পাদক রিংকু রায়সহ উপজেলার ২৯টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।