সাংবাদিক আবুল মুহাম্মদের মৃত্যুতে ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের শোক
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) তিনি ছিলেন সৎ সাহসী প্রথিতযশা সাংবাদিক। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপরনীয় ক্ষতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম সহ-সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ ও অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আনিসুল হক সহ প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আইটি বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাউসার আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাওলানা জমিরুল ইসলাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা হোসাইন আহমদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মইনুল ইসলাম সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক হাফিজ ফয়সাল আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, প্রয়াত সাংবাদিক আবুল মোহাম্মদ ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংবাদিক, যার লেখনি দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিবেদিত ছিল। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরনীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি