জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা
গভীর ভাবগাম্ভীর্যে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে উপজেলার ৫১ টি পূজামণ্ডপের সভাপতি সাধারণ-সম্পাদকদের নিয়ে জামালগঞ্জ থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জামালগঞ্জ থানা প্রাঙ্গণে এসভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এস আই পঙ্কজ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএসপি সার্কেল প্রনয় রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ পুজা মনিটরিং এর সেনাবাহিনীর টিম লিডার ক্যাপ্টেন ফাহিম, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন রায়, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি তালুকদার। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ৫১ টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ।