সিলেটে ফেইস অফ বাংলাদেশ’র উদ্বোধন
সিলেট নগরীর আখালিয়ায় সত্যের পথে অবিচল স্লোগানকে সামনে রেখে ফেইস অফ বাংলাদেশ এর নতুন আঙ্গিকে বুধবার (০১ অক্টোবর) বিকেলে ফেইস অফ বাংলাদেশ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ফেইস অফ বাংলাদেশ এর সম্পাদক মন্ডলীর সভাপতি জে এ তোফায়েল সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট-০৬ আসনের এমপি পদপ্রার্থী এড. জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ, সিলেট ফটো ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি নাজমুল ইসলাম পাভেল।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার সিলেট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমেদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমির হোসেন, শাহরিয়ার মাহি, ইসলাম উদদীন সহ আরও অনেকে।