ধোপাযান ও গজারিয়া নদী থেকে বেড়-কারেন্ট জাল জব্দ
সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল, বেড় জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার মেরেনা দেবনাথ যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে জাল গুলো জব্দ করেন।
জানা গেছে,মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সমন্বয়ে ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও বেড় জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো প্রকাশ্যে উপজেলা মৎস কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।