তাহসিনা রুশদীর লুনা
আগামীর বাংলাদেশ গঠনে প্রবাসীদের সহযোগীতা অপরিহার্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপন্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স অক্সিজেনের মতো কাজ করে। বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা সব সময়ই অনন্য ভূমিকা পালন করে আসছেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছেন। আগামীর বাংলাদেশ গঠনে ও পরিবর্তনের সংগ্রামে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে নতুন বাজার এলাকাস্থ ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নিজস্ব ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বিএনপি সব সময়ই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। আগামীতেও যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মান উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বিএনপি। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।
উদ্বোধকের বক্তব্যে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল জলিল বলেন, বিশ্বনাথ থেকে খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যেই ওই ট্রাস্ট গঠন করা হয়েছে। আর ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) আমরা আমাদের ট্রাস্টের নিজস্ব মাঠের উদ্বোধন করলাম। ইতিমধ্যে শতাধিক তরুণ খেলোয়াড়দের নিয়ে চলছে ট্রাস্টের প্রশিক্ষণ কার্যক্রম। আগামীতে আমাদের ওই ট্রাস্ট থেকে আরও বড় কিছু করার পরিকল্পণা রয়েছে। শুধু আপনারা আমাদের পাশে থেকে দোয়া ও সার্বিক সহযোগীতা করবেন।
বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য সচিব আজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালূকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির আলমগীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।