শাবির প্রাক্তন বিভাগীয় প্রধানের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের শোক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আব্দুর রহিমের মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রফেসর ড. মো. আব্দুর রহিম গত ০৬ অক্টোবর ২০২৫ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের তিনি সর্বশেষ আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর এক বার্তায় তিনি সিলেটের প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা: মো. আজিজুর রহমানের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা: মো. আজিজুর রহমান ৫ অক্টোর ২০২৫ রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।