উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
শিক্ষার্থীদের জ্ঞানার্জনে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম‘ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেল্থ বিভাগে ফল সেমিস্টার ২০২৫ এ ভর্তিকৃত বিভিন্ন সেকশনের নতুন শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে লাইব্রেরি ওরিয়েন্টেশন দেওয়া হয়।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে সপ্তাহব্যাপী ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখানে ভর্তি হবার পর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেন্ট্রাল ও বিভাগীয় ওরিয়েন্টেশনের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি এবং স্ব স্ব কোর্স কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পেরেছে, কিন্তু লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও জানা খুবই জরুরি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, জ্ঞান অর্জন ও গবেষণার জায়গা আর লাইব্রেরি হলো এমন একটি স্থান যাকে শিক্ষা ও গবেষণাসহ সমস্ত জ্ঞানের ভাণ্ডার বলা হয়। সুতরাং শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা ও গবেষণামূলক তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিতরণের জন্য লাইব্রেরি কাজ করে থাকে। তাই শুধু অনলাইনের মাধ্যমে নয়, জ্ঞানের স্থায়িত্বের জন্য শিক্ষার্থীদেরকে সশরীরে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার পরামর্শ প্রদান করেন তিনি। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরির পরিবেশ এবং ব্যবস্থাপনা উন্নত উল্লেখ করে তিনি বলেন, এখানে দেশি বিদেশি প্রিন্টেড বইয়ের পাশাপাশি দুই লক্ষাধিক ই-বুক এবং ইলেকট্রনিক জার্নাল ব্যবহারের সুবিধা রয়েছে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে স্বপ্ন তা এই সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে যেসব বই-পুস্তক জার্নাল-ম্যাগাজিন, ই-বুক, ই-জার্নাল আছে সেসবের তথ্য এবং কিভাবে তা ব্যবহার করতে হয় সে বিষয়টি উপস্থিত ইংরেজি বিভাগের ফল সেমিস্টার ২০২৫ সেশনের
ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করেন। লাইব্রেরি ব্যবহারে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি লাইব্রেরি ব্যবহার করার পরামর্শ দেন। পরিশেষে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করে শিক্ষার্থীদেরকে লাইব্রেরি ব্যবহারে উৎসাহ প্রদান করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।