আব্দুল মালিক চৌধুরী
বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালাচ্ছে
গত ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে মানুষের জায়গা জমি জবর দখল করে লুটের রাজ্যে পরিনত হয়েছিল।৫ আগস্টের পর হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সময় অনেকে তাদের জায়গা জমি পুনরুদ্ধারে চেষ্টা করছে।এই বিষয়গুলো বিএনপির উপর চাপিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রকারী মহল অপপ্রচার চালাচ্ছে।যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত।এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানিয়ে মুক্তিযোদ্ধাদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী।তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন,কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ সকলের দাবী সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থীর বিকল্প নাই,যাকেই দল মনোনয়ন দিবে,আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।
কানাইঘাট বড়চতুল ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মীসভা শনিবার বিকাল ৫টায় কানাইঘাট চতুল ঈদগাহ বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা কৃষকদলের আহবায়ক আলমাছ চৌধুরী।সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি হাজী কয়ছর রশীদ, পৌর সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলার সাধারণ সম্পাদক শমসের আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা তাতিদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর আহমদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আম্বিয়া, বিএনপি নেতা আব্দুর রহমান, যুবদল নেতা আবুল হাসনাত, শাহাবুদ্দীন, বিএনপি নেতা ইউপি সদস্য হারুন রশীদ কালাই, আসাদ প্রমুখ।