৫ দাবিতে সারাদেশে জামায়াতের স্মারকলিপি
জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী। আজ রবিবার (১২ অক্টোবর) সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
সিলেট
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে করেছে জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম
পাঁচ দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা শাখা। তাদের ৫ দফা গণদাবির মধ্যে রয়েছে ‘জুলাই সনদ’ এর ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন।
রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জামায়াতের নেতারা। পরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফ উদ্দিন।
রংপুর
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী নভেম্বরে গণভোট আয়োজন ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর জুলাই চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পমিছিলটি পুলিশ লাইনস মোড়, কাচারি বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ভোলা
৫ দাবিতে ভোলায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন।
আজ রবিবার (১২ অক্টোবর) বিকেলে আলাদা আলাদাভাবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ফেনী
নির্বাচন অনুষ্ঠানের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে আদেশ জারি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশ।
রবিবার(১২ অক্টোবর)পৃথকভাবে তিনটি ইসলামী সংগঠনের নেতাকর্মীরা ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রাদন করেন। এ সময় জেলা প্রশাসক ছুটিতে থাকায় এসব স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন গ্রহণ করেন।
কুষ্টিয়া
জুলাই সনদের আইনী ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াতের নেতারা।
বগুড়া
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় গণমিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকালে পৌর পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথভাবে এই গণজমায়েত আয়োজন করে। একই সময়ে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।